দিনাজপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত : ২২ জুন ২০২০
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে দিনাজপুরের পার্বতীপুর ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। সোমবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত শহরের পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় গর্ভবতী মা, শিশুসহ তিন শতাধিক অন্যান্য রোগীকে স্বাস্থ্যসেবা দেয়া হয়।
সেই সাথে শরীরের তাপমাত্রা বেশি থাকায় কোভিড-১৯ সন্দেহে আনোয়ারা (২৫) নামের এক মহিলার নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসম উল্লাহ খান বলেন, স্বাস্থ্য সেবার মাধ্যমে মা ও শিশুদের সুস্থ রাখা আমাদের লক্ষ্য। স্বাস্থ্য সেবা ক্যাম্পে সেবা দেন গাইনী বিশেষজ্ঞ লেফটেন্যান্ট আলিফা, শিশু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল আফরোজা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন দিলরুবা।