স্কুল ছাত্রী হিরামনি হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত : ২২ জুন ২০২০

এম.রফিকুল্লাহ রিপন: লক্ষীপুরে নবম শ্রেনীর ছাত্রী হিরা মনি ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তি দাবিতে নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২১ জুন ) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ করে সংগঠনের সদস্যরা। এতে বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক শিরীন খান, নাসরিন , ইতি, আশাসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন,দেশের প্রতিদিন যে হারে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষন বেড়েছে এর সুস্পষ্ট বিচার ব্যবস্থা না থাকায় এবং অপরাধীদেরকে বিচার না করায় তাদের অপরাধকর্ম রীতিমত বেড়েছে। আবার আইনের ফাক দিয়ে অপরাধীরা বের হয়ে যাওয়ায় এ সকল নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষন মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। আমরা চাই অতিদ্রæত লক্ষীপুরে স্কুলে ছাত্রী হিরামনিকে ধর্ষন ও হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে সাজা দিবেন।

 

আপনার মতামত লিখুন :