দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ পানির সংকট
প্রকাশিত : ২১ জুন ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: পার্বত্য জেলাগুলোতে নিরাপদ পানি সমস্যা একটি বড় সমস্যা। পাহাড়ি এলাকা হওয়ার নলকূপ স্থাপন করা সমতলের তুলনায় কঠিন। দুর্গম এলাকায় বছরে প্রায় সবসময় সুপেয় পানি পাওয়া তুলনামূলক ভাবে আসলেই কঠিন।
এলাকাগুলোর বেশিরভাগ লোকই পান করা রান্নার কাজসহ যাবতীয় কাজ সারপেস ওয়াটারের মাধ্যমে করে থাকে।কিন্তু বেশির ভাগ লোকই জানেনা সারফেস ওয়াটারসমূহে ব্যাকটেরিয়াসহ অন্যান্যভাবে পানি দুষিত হয়ে বিভিন্ন পানিবাহিত রোগ হয়ে থাকে। মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অফিস, উপ সহকারী প্রকৌশলী স্বপন চাকমা জানান- আমার বেড়ে উঠা রাংগামাটি জেলার নানিয়ারচর উপজেলা হওয়ায় আমি এখন উপলব্ধি করতে পারছি।
যদিও আমার গ্রাম অন্যান্য গুলোর তুলনায় কিছুটা হলেও ভাল। সরকারিভাবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ধরেনর পানির উৎস স্থাপন ( gravity flow system ) মাধ্যমে সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন প্রযুক্তি। তারপরও এখনো নিশ্চিত করা যায়নি। ভবিষ্যতে ঐসব এলাকাসমূহে যদি ব্যপকভাবে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের বিষয়গুলো নিশ্চিত করা যায়, হয়ত দুর্গম এলাকাগুলোতে সুপেয় পানির সংকট হতে কিছুটা হলেও পাহাড়ী এলাকার জনসাধারণ পরিত্রাণ পাবে। সকলেরই বিষয়টি নজরে নেয়া উচিত।