সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরটিউশন ফি মওকুফের দাবি
প্রকাশিত : ২১ জুন ২০২০
আজ ২১ জুন ২০২০ রোববার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য’র উদ্যোগে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের টিউশন ফি মওকুফের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের ৪ কোটিরও অধিক ছাত্র-ছাত্রী করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে আছে। এমতাবস্থায় তাদের পিতামাতার দৈনন্দিন আয় অর্ধেকের নিচে নেমে এসেছে।
বিশেষ করে বেসরকারি চাকরিরত অভিভাবক, ছোট ব্যবসায়ী অভিভাবক তাদের আয় শূণ্যের কোটায় নেমে এসেছে। এ অবস্থায় আগামী আগষ্ট মাসে শিক্ষা প্রতিষ্ঠান যদি চালু হয় তাহলে ছাত্র-ছাত্রীদের পক্ষে ৬ মাসের টিউশন ফি এককালীন পরিশোধ করার অবাস্তব। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকগণ ও সরকার মিলে এখনই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, দীর্ঘ ৬ মাস ছাত্রছাত্রীদের ছুটিতে থাকাকালীন টিউশন ফি মওকুফেরর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। নন-এমপিওভুক্ত স্কুল, কলেজ, কওমী ও আলিয়া মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে সরকারকে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি জানাচ্ছি।
সংগঠনের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম)’র সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. সামাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল হক সরকার, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ. এম. ফয়েজ হোসেন সহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।