ঝিনাইদহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
প্রকাশিত : ২১ জুন ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্প’র সহযোগিতায় মার্কস কর্পোরেশন নামের একটি বেসরকারি সংস্থা এ সভার আয়োজন করে।
এসময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, স্কুল ভিত্তিক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে কৈশোর কালীন বয়ঃসন্ধিক্ষণে দ্রুত শারীরিক বৃদ্ধি, মানসিক ও সামাজিক বিকাশ ও স্বাস্থ্য পরিচর্যার উপর গুরুত্ব প্রদাণ করতে সকলের প্রতি আহ্বান জানান। এর আগে এ উপলক্ষে ‘ক্যাম্পেইন অন হাইজিন/সেইফ ফুড প্রাকটিস/পারসোনাল হাআজিন/টোব্যাকো) অব প্রাইমারী স্কুল চিলড্রেন শীর্ষক দুটি এ্যাডভোকেসী সভা সম্পন্ন করা হয়।