ঝিনাইদহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২১ জুন ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ‘সু-শৃঙ্খল জীবন যাপন করি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্প’র সহযোগিতায় রোববার দুপুরে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে ধ্রæব কথাচিত্র নামের একটি সংগঠন।
এসময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলাম, ধ্রব কথাচিত্রের সাধারণ সম্পাদিকা তসলিমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহবান জানান। পরে ধ্রæব কথাচিত্রের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা বুরে্য’র আর্থিক সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি ভার্টিক্যাল এ্যাডভারটাইজিং মেশিন, এলইডি সাইন ডিসপ্লে স্যান্ট সিভিল সার্জন অফিসে প্রদাণ করা হয়।