শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত ৪৪ জন

প্রকাশিত : ২১ জুন ২০২০

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৪৪জন। শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।আজকে জেলায় সুস্থ হয়েছে ১৬ জন।

আক্রান্ত ব্যাক্তিরা হলেন, শরীয়তপুর সদর পৌরসভায় ১১ জন, চন্দ্রপুর ২জন, চিকন্দি ১জন, ডোমসার ১জন। গোসাইরহাটের নাগেরপাড়া ৩ জন, ইদিলপুরে ৬জন, কোদালপুরে ১ জন, নলমুড়িতে ১জন। নড়িয়া পৌরসভায় ৩ জন, চামটা ৫ জন, ডিঙ্গামানিক ২ জন,, ভূমখাড়া ১জন। জাজিরা পৌরসভায় ৫জন, বিলাশপুর ১জন, পূর্ব নাওডোবা ১জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগী ৩৭৮জনে দাড়িয়েছে। এদিকে জেলায় মোট সুস্থ হয়েছেন ১৫২জন এবং মোট মৃত্যু ০৫ জন।এছাড়া জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে আইসোলেশনে রয়েছে ১২ জন রোগী।

 

আপনার মতামত লিখুন :