বাড়িতে ঢুকে ঘুমন্ত তরুণীকে গুলি করে হত্যা করল যুবক

প্রকাশিত : ২১ জুন ২০২০

ভারতে বাড়িতে ঢুকে ঘুমন্ত তরুণীকে গুলি করে খুন করল যুবক। মৃতের নাম প্রিয়াঙ্কা পুরকাইত (২০)। শনিবার (২০ জুন) সকাল আটটায় রিজেন্ট পার্ক থানা এলাকার পশ্চিম আনন্দপল্লিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাড়ির অনেক সদস্যই তখন ঘুমোচ্ছিলেন। তবে বাড়ির প্রধান গেট খোলা থাকায় ঘরে ঢুকে পড়েছিল যুবক। এরপর সোজা চলে যান প্রিয়াঙ্কার শোওয়ার ঘরে। সেখানে ঘুমন্ত থাকা অবস্থায় তাকে লক্ষ্য গুলি করে ওই যুবক। এতে ছিন্নভিন্ন হয়ে যায় তরুণীর গলা। পরে প্রিয়াঙ্কাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রিজেন্ট পার্ক থানার পুলিশ জানায়, এলাকারই বিবাহিত যুবক জয়ন্ত হালদারের সঙ্গে প্রেম ছিল প্রিয়াঙ্কার। ইদানীং সেই সম্পর্কের অবনতি ঘটে। জয়ন্ত প্রিয়াঙ্কার জামাইবাবুর পূর্ব পরিচিত। ঘটনার পিছনে জয়ন্তরই হাত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আপনার মতামত লিখুন :