বিমানবাহিনীকে রেড এলার্ট, লাদাখে যুদ্ধবিমান মোতায়েন করল ভারত
প্রকাশিত : ২০ জুন ২০২০
লাদাখের গলওয়ান উপত্যকায় এ বার যুদ্ধবিমান নামাতে শুরু করল ভারতীয় সেনা। দুদিনের ঝটিকা সফরে গিয়ে লে ও শ্রীনগরের সেনা ঘাঁটি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন সেনাপ্রধান আর কে এস ভাদুরিয়া। তার পরই শুরু হয়েছে এই তৎপরতা। অন্য দিকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে সেনাকে। যে কোনও রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি ফরওয়ার্ড সেনা ঘাঁটিগুলিতে যুদ্ধবিমান মোতায়েন করে প্রস্তুত করে রাখা হয়েছে বলে সেনা সুত্রে খবর। লেহ বায়ুসেনা ঘাঁটিতে পরিদর্শনে যান সেনাপ্রধান আর এক এস ভাদুরিয়া। সেখানে প্রায় সারা দিন গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে আসেন। তার পর বৃহস্পতিবার শ্রীনগরের ঘাঁটিতেও একই ভাবে পরিদর্শন করেন তিনি। গোটা ব্যবস্থাপনা ঠিক ঠাক আছে কি না, তা খতিয়ে দেখেন।