ফতুল্লায় শারমিন আক্তার নিখোঁজ থানায় পিতার জিডি!
প্রকাশিত : ১৯ জুন ২০২০
নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকা থেকে আমির হোসেনের মেয়ে শারমিন আক্তার (২০) নিখোঁজ হয়েছে। তাকে তার পরিবার খুজেঁ না পেয়ে ফতুল্লা মডেল থানায় আমির হোসেন একটি নিখোঁজ জিডি দায়ের করেছে। এলাকাবাসীর ধারনা প্রেমের টানে শারমিন অজ্ঞাতানামা প্রেমিকের হাত ধরে পালিয়েছে। এ ঘটনা ঘটেছে গত ১১ জুন সকাল ১০টায়।
জিডি সূত্রে জানা যায়, ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বসবাস করে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন ধানখালী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে আমির হোসেন (৫০) ও তার পরিবার ।
তার মেয়ে শারমিন আক্তার । গত ১১ জুন সকাল ১০টায় বাসা থেকে দোকানে যাওয়ার কথা বলে বের হয়। এরপর সে আর বাসায় ফিওে আসেনি। তাকে বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়ি খুঁজে না পেয়ে গত ১৯ জুন শারমিনের বাবা বাদী হযৈ একটি হারানো জিডি দায়ের করে। জিডি নং-৮৩৯ তাং ১৯/০৬/২০ইং। এ ব্যাপারে প্রতিবেশীরা জানান শারমিন আক্তার প্রেমের টানে কাউকে কিছু না বলে অজ্ঞাতনামা প্রেমিকের সাথে উধাও হয়েছে। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।