কলাপাড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৯ জুন ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৯ জুন।। পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি মেনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কলাপাড়ায় থানা মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাখেন কলাপাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি জনগনকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন তথ্য দিয়ে বিট পুলিশিং সেবার নেওয়ার আহবান জানান।
এছাড়াও সভায় করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থবিধির বিষয় নিয়ে আলোচন করেন। এ সময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেবার জন্য এ বিট পুলিশিং কার্যক্রম।