রাজবাড়ী সদর উপজেলায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
প্রকাশিত : ১৯ জুন ২০২০
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ভাগলপুর এলাকায় শহীদ শেখ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার খানখানাপুর ইউনিয়নের ভাগলপুর সেবা ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী শহীদ শেখ সদর উপজেলা পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকার ইব্রাহীম শেখের ছেলে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার (১৯ জুন) বেলা পৌনে বারোটার সময় খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী শহীদ শেখ। তিনি ভাগলপুর সেবা ইটভাটার সামনে আসলে পিছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। মোটরসাইকেল থেকে পরে যাওয়ার পরে আরো একটা গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের ব্যাপারে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।