কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত

প্রকাশিত : ১৯ জুন ২০২০
ছবি : সংগৃহীত

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের কনস্টেবল আবু সাঈদ (২২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। গত ১১জুন নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। ১৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাঃ চিন্ময় হাওলাদার এতথ্য নিশ্চিত করেছেন। কনস্টেবল আবু সাঈদের রিপোর্ট পজিটিভ আসায় আতংকিত হয়ে পরেছেন কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনে দায়িত্বরত পুলিশ সদস্যরা। সকলে ঝুঁকির মধ্যে রয়েছে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ সুৃত্রে জানান, কনস্টেবল আবু সাঈদ কক্সবাজার টুরিষ্ট পুলিশ থেকে বদলী হয়ে গত ৮জুন কুয়াকাটায় এসে যোগদান করেন। এখানে যোগদানের পর তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় শাররীক অবনতি হলে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

 

আপনার মতামত লিখুন :