ভোক্তা অধিকারে অভিযোগ করে সেবা প্রার্থী পেলেন প্রতিকার
প্রকাশিত : ১৮ জুন ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে
আজ অমিত লাল গোপ ও জেরিন তাসনিম সাদিয়া নামক দুই জন ভোক্তার আইন না মেনে পণ্য বিক্রয় করার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার সেন্ট্রাল রোডে অবস্থিত ঘড়ুয়া বিপনীকে ৪,০০০ টাকা ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত দেওয়ান ব্রাদার্সকে ৪,০০০ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন।
আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসাবে অমিত লাল গোপকে ১,০০০ টাকা এবং জেরিন তাসনিম সাদিয়াকে ১,০০০ টাকা আইন অনুযায়ী প্রদান করা হয়।