গলাচিপায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
প্রকাশিত : ১৮ জুন ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাওলানা মোঃ সাইফুল্লাহ বিন আব্দুর রহিম (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মোঃ সাইফুল্লাহ গলাচিপার এন.জেড আলিম মাদ্রাসার শিক্ষক ও পৌর শহরের মদিনা কসমেটিকস দোকানের মালিক। বুধবার বেলা সাড়ে ১২টায় করোনা নির্দেশনা অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন ও অভিযাত্রিক ফাউন্ডেশন এর সহযোগিতায় তার লাশ উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মনিরুল ইসলাম জানান, প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তাকে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং রাত ১১টায় মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ এবং কোভিড-১৯ নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে।