মধ্যরাতে জুয়ার আড্ডা, সাড়ে তিন লাখ টাকাসহ গ্রেফতার ৪০
প্রকাশিত : ১৮ জুন ২০২০
কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নগদ ৩ লাখ ৫৬ হাজার ৯৯০ টাকাসহ জুয়া খেলার বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়। বুধবার (১৭ জুন) মধ্যরাত কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুবকর সিদ্দিক জানান, আখড়াবাজার এলাকায় জনৈক পাপ্পু মিয়ার পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন ধরে বড় ধরণের জুয়ার আসর বসতো। এমন খবরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল ওই বাড়িটি ঘিরে অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলা থেকে এসে জুয়া খেলায় অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সূত্র : সময় টিভি