মহিপুরে ১’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত : ১৭ জুন ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর মহিপুরে ১’শ গ্রাম গাঁজাসহ সাইদুল হাওলাদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধায় মহিপুর থানা সদর ইউনিয়নের নজীবপুর গ্রামের বাবুল মোল্লার বাড়ি থেকে এস আই মোঃ সাইদুল ইসলাম আটক করে। বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত সাইদুল নজীবপুর বাবুল মোল্লার বাড়িতে ভাড়া থাকে। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার গল্লামারী গ্রামে। এস আই মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত সাইদুল একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় বাবুল মোল্লার ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।