রাহুল-সন্দীপ্তার বিয়ের গুঞ্জন
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২০
টলিউড অভিনেতা রাহুল ব্যানার্জি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ঘর বেঁধেছিলেন। কিন্তু এ সংসার বেশিদিন টিকেনি। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকে শোনা যাচ্ছে, টিভি অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে, বিয়েও করেছেন তারা।
এদিকে বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন রাহুল-সন্দীপ্তা। এমন খবরে রাহুল যেন আকাশ থেকে পড়েছেন। তার ভাষায়, ‘বিয়ে! সন্দীপ্তার সঙ্গে সম্পর্কের কথাই তো স্বীকার করিনি। আর সেখানে বিয়ের তো প্রশ্নই ওঠে না।’ অন্যদিকে সন্দীপ্তা সেন বলেন, ‘আমি আর রাহুল খুব ভালো বন্ধু। আমাদের সম্পর্কে আর কত বানিয়ে বানিয়ে কথা ছড়াবে বলুন তো?’
তাহলে কি রাহুল-সন্দীপ্তার বিয়েই হচ্ছে না? রাহুল কি সন্দীপ্তার সঙ্গে বারাণসী ঘুরতে যাননি? সন্দীপ্তার ইনস্টাগ্রামে বারাণসীর ছবি পোস্ট করা। সেখানে রাহুলের সঙ্গে সন্দীপ্তার ঝগড়া হওয়ার পর রাহুল একাই কলকাতা ফেরেন বলেও জানা গেছে। এ প্রসঙ্গে সন্দীপ্তা বলেন, ‘এখন নয়, অনেক আগেই থেকেই আমি একা ট্রিপে যাই। তবে এবার রাহুলও গিয়েছিল। আমার আরো বন্ধুরাও ছিল। এ রকম নয়, শুধু আমরা দু’জন গিয়েছিলাম। আর ঝগড়া হতে যাবে কেন? এসব বড্ড বানিয়ে বানিয়ে লেখা হচ্ছে।’
ভালোবেসে সংসার বেঁধেছিলেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। পুত্র সহজের জন্মের পর তাদের দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত যৌথ সম্মতিতেই বিবাহবিচ্ছেদ ঘটে এই দম্পতির। কিন্তু তাদের পুত্র সন্তান সহজের দায়িত্ব এড়ানো, প্রিয়াঙ্কাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে ২০১৮ সালে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার। এখনো এ মামলা নিষ্পত্তি হয়নি। রাহুল-সন্দীপ্তার বিষয়ে প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘চ্যানেলের কাজে এতটাই ব্যস্ত, আমার মাথায় আর কিছু নেই। সন্দীপ্তা-রাহুলের বিষয়ে কোনো মন্তব্য করব না। আর রাহুল ও আমার ডিভোর্স কেস এখনো চলছে। সুতরাং এ বিষয়ে কিছু বলা ঠিকও নয়।