কুয়াকাটায় রিসোর্টের ওপর থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

প্রকাশিত : ১৫ জুন ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এর ছয়তলা ভবন থেকে পরে লিচ্যং (৩২) নামে চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল (আনুমানিক) পৌনে ছয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। লিচ্যং বরগুনা জেলার তালতলীতে নির্মাণাধীন চায়না পাওয়ার প্লান্টে বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত বলে জানা গেছে। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশ ও পটুয়াখালী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিকদার রির্স্টো এন্ড ভিলাস কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবী করেছে। দূর্ঘটনার পর রিসোর্টের ভিতরে কোন সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়নি। পুলিশ সুত্রে জানাগেছে, চায়না নাগরিক লি চ্যাং (৩২) সিকদার ভিলাস’র ১০১১ নম্বর ভিলায় থাকে। ভিলার কাছে অবস্থিত রিসোর্টের ছয়তলা মুল টাওয়ার ভবনের লিফটে সে বিকেল ৫টার দিকে ছাদে ওঠে। বিকেল পৌনে ছয়টার দিকে ছাদ থেকে পরে লি চ্যাং এর মৃত্যু হয়। লি চ্যাং এর মৃত দেহ যেখানে পরে রয়েছে সেখানে লিং চ্যাং কে বিকেল ৪টার সময় ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে সিসি টিভির ফুটেজ থেকে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।

তবে ছাদে কেন গিয়েছিল আর কেনই বা আত্মহত্যা করেছে। তা এখনও জানা যায়নি। বিদেশী নাগরিক হওয়ায় সিকদার রিসোর্ট কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এবিষয় এখন কোন কথা বলতে রাজি নয়। বিষয়ে পুলিশের তদন্ত চলছে। তদন্ত শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

 

আপনার মতামত লিখুন :