বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কলাপাড়ায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত : ১৫ জুন ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি.১৫জুন ।। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ও পৌর শহর শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় আনুষ্ঠনিক ভাবে এ বৃক্ষ রোপনের কার্যক্রম শুরু করা হয়।
এ সময় পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ’র সদস্য মো.ফিরোজ শিকদার, সাধারণ সম্পাদক আল-আমিন সরদার, কমিশনার মাহবুবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাম বিশ্বাসসহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ফিরোজ শিকদার জানান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কলাপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পর্যাক্রমে সকল ইউনিয়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হবে।