নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
প্রকাশিত : ১৫ জুন ২০২০
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে গিয়ে নীতি (১০) নামক এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের আটগ্রাম নামকস্থানেঘটনাটি ঘটে। নিহত নীতি আট গ্রামের ফজলুর রহমানের মেয়ে।
জানা যায়, সোমবার দুপুর ১২ টার দিকে নীতি ও তার ফুফাতো বোন জুথির এক সাথে আত্রাই নদীতে গোসল করতে যায়। এসময় নীতি অসাবধানতাবশতt পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় তার ফুফাতো বোন জুথী কান্নাকাটি করলে আশে পাশে থাকা লোকজন তাকে জিজ্ঞাসা করলে সে তাদেরকে বিষয়টি জানায়।
এরপর পরিবার ও গ্রামের লোকজন মিলে আত্রাই নদীতে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে, আত্রাই ফায়ার সার্ভিস কে ফোন দিয়ে অবগত করে। ফায়ার সার্ভিস টিম রাজশাহী থেকে ডুবরী নিয়ে এসে খোঁজার কার্যক্রম অব্যাহত রাখে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা নিতাইচন্দ্র জানান, আমরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছি, রাজশাহী থেকে ডুবরী নিয়ে আসা হয়েছে তারা উদ্ধারে কার্যক্রম অব্যাহত রেখেছে। এই সংবাদটি লেখা পর্যন্ত ডুবুরি ও ফায়ার-সার্ভিস টিম শিশুটিকে উদ্ধার করতে পারেনি।