জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রকাশিত : ১৫ জুন ২০২০
আজ ১৫ জুন ২০১৯ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত মানুষের মঞ্চ’ এর উদ্যোগে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “দক্ষিণ এশিয়ায় দিন দিন করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও করোনা আতঙ্কে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার অধিকার ভুলুন্ঠিত হচ্ছে। হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। বিনা চিকিৎসায় মানবেতর জীবন যাপন সাধারণ রোগীরা। প্রায় ৫ মাস সময় পাওয়ার পরও স্বাস্থ্য মন্ত্রণালয় কোন প্রস্তুতি নিতে পারে নি। প্রস্তুতি ঘাটতিতে এখন দেশের মানুষকের চড়া মূল্য দিতে হচ্ছে। এই স্বাস্থ্যমন্ত্রী সম্পূর্ণ অযোগ্যতা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।”
তারা বলেন, “করোনাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে জিম্মি করেছে। জীবন রক্ষাকারী ঔষধ, অক্সিজেন, মাস্ক, পিপিই, জীবাণুনাশক কিছুই সময়মত ও ন্যায্য মূল্যে মিলছে না। নাম না জানা নি¤œমানের পণ্যে বাজায় সয়লাব। অসাধু ব্যবসায়ীদের কারসাজি সাধারণ মানুষকে আরো অসহায় করে তুলেছে। অথচ এ ব্যাপারে আমরা কর্তৃপক্ষের কোনস কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি।”
মানববন্ধনে বক্তারা বলেন, “শুরুতে করোনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন দাম্ভিক মন্তব্য করলেও এখন তারা মুখে কুলুপ এটেছেন। আমরা করোনা ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীসহ দায়িত্বশীলদের পদত্যাগের দাবি করছি। একই সাথে জরুরি ভিত্তিতে করোনা মোকাবেলাসহ অন্যান্য রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে বক্তব্য রাখেন, আরমান হোসেন, হানিফ বাংলাদেশী, সাব্বির আহমেদ, ওমর ফারুক ফরহাদ প্রমুখ।