কলাপাড়ায় করোন আক্রান্তের তালিকায় যুক্ত হলো আরও দুইজন
প্রকাশিত : ১৫ জুন ২০২০
নয়নাভিরাম গাইন( নয়ন) কলাপাড়া : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১৪ ই জুন আরও দুইজন নতুন করে করোনা শনাক্ত হয়েছে।এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত ১২ জন। মৃত্যু ২ জন।
জানাযায়,১৪ ই জুন আক্রান্তের তালিকায় রয়েছে কলাপাড়া থানার দায়িত্বরত অফিসার হায়দার আলী( ৫৫), অপরজন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মামুনুর রশিদ (৫৩)। মামুনুর রশিদ কে নিয়ে নীলগঞ্জ এর মানুষের মধ্যে প্রথমে ধোঁয়াশা সৃষ্টি হয়। কে এই মামুনুর রশিদ। পরে সরেজমিনে গিয়ে জানা যায় মামুনুর রশিদ মৃধা এর ডাক নাম মোঃ মোশাররফ। পিতা মোহাম্মদ করিম মৃধা।
গ্রাম ইসলামপুর। তিনি ঢাকায় একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। ৭-৮দিন হল তিনি বাড়িতে আসছেন। ঢাকায় থাকা অবস্থায় তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। ১০ ই জুন নমুনা পরীক্ষার জন্য পাঠালে ১৪ ই জুন রাত্রে উল্লেখিত দুইজনের করোনা পজিটিভ আসে। মামুনুর রশিদ ( মোশাররফ)এখন বাড়িতেই আছেন।