নাইটক্লাবে অঙ্কিতার সঙ্গে সুশান্তের কী ঘটেছিল?

প্রকাশিত : ১৫ জুন ২০২০

বলিউডের জনপ্রিয় হিরো সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুতে শোকে ভাসছে পুরো বিশ্ব। রোববার (১৪ জুন) মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। বাড়ির পরিচারিকা ফোন করে পুলিশে খবর দিয়ে বিষয়টি জানান বলে গণমাধ্যমের খবরে উঠে আসে। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন আর সুশান্তের মামা দাবি করেন এটি হত্যাকাণ্ড। আর তরুণ এই অভিনেতার অকাল চলে যাওয়া ঘিরে এখন নানারকম কথা উঠে আসছে গণমাধ্যমগুলোতে।

নিউজ এইটটিনের একটি প্রতিবেদনে ইন্ডাস্ট্রি সূত্রে ধরে বলা হয়েছে, ছিছোড়ের পর সুশান্তের হাত থেকে ৭টি ছবি চলে যায়৷ ২০১৯ সেপ্টেম্বর মাসে রিলিজ হয় ছিছোড়ে ৷ এরপর থেকে তার হাতে কেবল ‘দিল বেচারা’ একটি সিনেমাই পড়েছিল৷ এই ছবিতে নতুন অভিনেত্রী সঞ্জনা সাংভির সঙ্গে কাজ করছিলেন তিনি৷ অন্যদিকে, তার ব্যক্তিগত জীবনেও সমস্যা চলছিল৷ পবিত্রা রিস্তার কো-স্টার অঙ্কিতা লোখান্ডের সঙ্গে তার ছ’বছরের সম্পর্ক নিয়েও একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল৷ অঙ্কিতার সঙ্গে সম্পর্ক খুব খারাপভাবে শেষ হয়েছিল বলে জানা গেছে৷ সূত্রের খবর, দু’জনের মধ্যে ঝামেলা বেড়ে গিয়েছিল৷ এমনকি বেশ কিছু সময় মারপিট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল৷

২০১৫ সালে দু’জনের মধ্যে হওয়া এরকম একটি ঘটনা বেশ ভাইরাল হয়েছিল৷ বলা হয় একটি নাইট ক্লাবে অঙ্কিতা সুশান্তকে সবার সামনে থাপ্পড় মেরেছিলেন৷ নাইট ক্লাবে একটি পার্টিতে গিয়েছিলেন সুশান্ত ও অঙ্কিতা৷ ড্রিঙ্ক করার পর ফ্যানদের সঙ্গে নাচতে শুরু করেন সুশান্ত৷ এই নিয়ে সেখানেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়৷ নিষেধ সত্ত্বেও নাচ বন্ধ না করায় সুশান্তকে থাপ্পড় মারেন অঙ্কিতা৷ এই বিষয়ে অবশ্য সুশান্ত বা অঙ্কিতা দু’জনের মধ্যে কেউ কোনও মন্তব্য করেননি৷ তবে ২০১৩ সালে যশরাজ স্টুডিওতে এরকম ঘটনা রিপোর্ট করাতে সুশান্ত জানান, ‘আমি রোজ এ রকম প্রচুর কাজ করি যার জন্য আমার থাপ্পড় খাওয়া উচিৎ৷ কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত এরকম কিছু হয়নি।’

সেই সময় অঙ্কিতাও জানিয়েছিলেন, তিনি কোনও দিন সুশান্তকে চড় মারেননি৷ দু’বছর আগে হওয়া ঘটনা নিয়ে কিছু না বললেও পরে দু’জনের ব্রেকআপ হয়ে যায়৷ এর জন্য ভেঙে পড়েছিলেন সুশান্ত৷ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর থেকে জানা গেছে, বেশ কিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না এ অভিনেতা। আর এ বিষয়গুলো জানিয়েছেন তার কাছের পরিচিতরাই। ব্যক্তিগত বেশ কিছু সম্পর্ক থাকলেও তার জেরে আত্মহত্যা কিনা তা এখনও জানা যায়নি।

কিছুদিন আগেই মিলেছিল সুশান্ত সিংয়ের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানে আত্মহত্যার খবর। যে খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কি কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেয়ার সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷ সুশান্তের চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ তবে এখনও তার মানসিক অবসাদের কারণ জানা যায়নি৷ তবে, ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার দুই নিয়েই চিন্তায় ভুগছিলেন সুশান্ত।

আপনার মতামত লিখুন :