নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করেছেন কাউন্সিলর ইকবাল
প্রকাশিত : ১৫ জুন ২০২০
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা খাদ্য সামগ্রী নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসারোডস্থ কাউন্সিলর কার্যালয়ে এ ত্রান বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন- হাজী জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন, কামাল হোসেন, জসিম উদ্দিন ও মাস্টার মহিউদ্দিন প্রমূখ।
কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দকৃত ত্রাণ থেকে মেয়র মহোদয় আমার ওয়ার্ডে পাঠিয়েছিল। আজ সেগুলো আমার ওয়ার্ডের নি¤œ আয়ের পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।