মাস্ক পরিধান না করা এবং প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ২৭ জনকে অর্থ দন্ড
প্রকাশিত : ১৫ জুন ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক পরিধান না করা এবং প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ২৭ জনকে অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১১ টার পৌর শহরের সদর রোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রন ও নিমূর্ল) আইন, ২০১৮ এর ২৪ (১) এবং (২) ধারা এবং ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এর ৪ (১) ও (২) ধারায় পৃথক পৃথক ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। তাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।