ঠাকুরগাঁওয়ে দুই শিশুকে নির্যাতন, ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত : ১৪ জুন ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের মামলার প্রধান আসামি সেনগাঁও ইউনিয়নের ৪ ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। শনিবার মধ্যরাতে র‌্যাব ১৩ এর একটি দল অভিযান চালিয়ে রাণীশংকৈল উপজেলার কাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে শনিবার সন্ধ্যায় এ মামলার আরেক আসামি জিয়াবুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলায় ৭ জনের নাম উল্লেখ করে শিশু সুমনের মা সরিফা খাতুন বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় মূল আসামি ইউপি সদস্যসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২২ মে পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও দেওধা গ্রামের ইউনুস আলীর মোবাইল চুরির অভিযোগে ওই দিন ইউনুস আলী প্রতিবেশী ফরজতুল্লাহর ছেলে সুমন (১৩) ও আব্দুল গফুরের ছেলে কামরুলকে (১৫) তার বাসায় ডেকে নেয়। এ সময় দুই শিশুর হাত-পা বেঁধে শালিসের নামে ৪নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলামের নেতৃত্বে প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয়।

 

আপনার মতামত লিখুন :