কলারোয়ায় নতুন করে একজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১০
প্রকাশিত : ১৩ জুন ২০২০
মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন পর এবার দিয়াড়া ইউনিয়নে নতুন করে এক যুবকের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ১০জন করোনা পজিটিভ হলেন। যার মধ্যে ৬ জন চন্দনপুর, ১ জন জালালাবাদ, ও দিয়াড়া ইউনিয়নে ২ জন ও অপরজন লাঙ্গল ঝাড়া ইনিয়নের। আক্রান্ত যুবক মাহবুর রহমান (৪১) বাড়ি উপজেলার লাঙ্গল ঝাড়া ইউনিয়নের মাহমুদ পুর গ্রামে।
জানা গেছে, মাহবুর রহমান ঢাকায় চাকুরী করতেন পরিবার বাসা ভাড়া থাকেন কলারোয়া থানার সামনে,স্থানীয় আরাফাতের বাড়িতে থাকতেন ও বাড়িতে আছেন। গত ০৯জুন নমুনা পরীক্ষা করতে দেয়। যার রিপোর্ট আজ শনিবারে পজিটিভ আসে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এদিকে নতুন করে পৌরসদরে এই করোনা পজিটিভের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে। শনিবার সকালে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে, বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস সাংবাদিকদের জানান।