খাগড়াছড়িতে দুঃস্থদের মাঝে ত্রাণ সহায়তা দিলেন সেনাবাহিনী
প্রকাশিত : ১৩ জুন ২০২০
প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র নির্দেশে শনিবার (১৩ জুন) সকালে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বিভিন্ন প্রত্যন্ত এলাকার জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় করোনা মহামারিতে পাহাড়ে হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে জানান তিনি। বলেন, করোনা পরিস্থিতিতে মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে সেজন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা চলমান রয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। যা পেয়ে খুশি দুর্গম এলাকার বাসিন্দারা।খাদ্য সামগ্রী বিতরণকালে মেজর রাব্বি, ক্যাপ্টেন আব্দুল্লাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।