কলাপাড়ায় করোনা কেড়ে নিল আরও ১জনের প্রান। উপজেলায় মৃত্যু ২।।
প্রকাশিত : ১২ জুন ২০২০
নয়নাভিরাম গাইন কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলাপাড়া পৌর শহর রহমতপুরের বাসিন্দা ও চাকামইয়া নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল রশীদ মিয়া ( ৭২) বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না….. রাজিউন)।
তিনি বেলজিয়াম প্রবাসী ডাঃ আহসান হাবিব ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডাঃ গোলাম কিবরিয়া হিমু’র পিতা। গত সপ্তাহে মৃত্যু আবদুল রশিদ মিয়া ও তার সহধর্মিণী মোসাঃ পিয়ারা বেগম (৬০) এর করোনা পজেটিভ ধরা পরে।
এরপরেই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু সংবাদে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে আগামীকাল প্রশাসনের তত্বাবধানে দাফন করা হবে।