দশমিনায় আশ্রয়ন প্রকল্প হস্তান্তর
প্রকাশিত : ১২ জুন ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটয়াখালী) প্রতিনিধি: আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগান নিয়ে ২০১৮-১৯ অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় পটুয়াখালীর দশমিনা উপজেলার চরঘূনী আশ্রয়ন প্রকল্পে ৫ ইউনিট বিশিষ্ট ২৬টি সিআই শীট ব্যারাক নির্মান শেষে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস এর নিকট হস্তান্তর করেন ৭ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৬ পদাতিক ব্রিগেড এর ৪১ বীর অধিনায়ক মেজর ফয়সাল।
বৃহস্পতিবার দুপুরে আশ্রয়ন কেন্দ্র প্রাঙ্গনে হস্তান্তর স্বাক্ষর ও চাবি হস্তান্তর প্রকৃয়া সম্পন্ন হয়। পরে আশ্রয়ন প্রকল্পটি পরিদর্শন করেন সংশ্লিষ্টরা। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের ঘরগুলো সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করা হবে যা প্রধান মন্ত্রীর স্বপ্ন ও অঙ্গীকার। ৭ পদাতিক ডিভিশনের তত্বাবধানে গত মার্চ মাসে এ প্রকল্পের নির্মান কাজ শুরু হয়।