মৌলভীবাজারে পার্লার এর সামন থেকে নারী অপহরণ
প্রকাশিত : ১২ জুন ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সেন্ট্রাল রোডস্থ বৌরানী বিউটি পার্লার এর সামন থেকে এক নারীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘঠনাটি ঘঠেছে আজ সকাল ১১টায়। এ ঘঠনায় ১২নং গিয়াসনগর ইউনিয়নের গিয়াসনগর গ্রামের মৃত: গিয়াস উদ্দিন ওরফে লেবু মিয়া‘র পুত্র (ভিকটিম এর বড় ভাই) বশিরুল ইসলাম বাদী হয়ে সদর উপজেলার মমরুজপুর গ্রামের মৃতঃ মনির আহমদ এর পুত্র রুমেল আহমদ (২৮), জুয়েল আহমদ (৩২), রুয়েল আহমদ (৩০), জনি আহমদ (২৫) ও কবিরুন নেছা (৫৫)কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে- ১২নং গিয়াসনগর ইউনিয়নের গিয়াসনগর গ্রামের মৃত: গিয়াস উদ্দিন ওরফে লেবু মিয়া‘র কন্যা মণি আক্তার (২১) এর সাথে কদমহাটা জনৈক শাহ আলম (৩৩) এর সাথে আজ বিবাহের দিন ধার্য ছিল। এ উপলক্ষ্যে ভিকটিম সাজ-সজ্জা করার জন্য একটি সিএনজি গাড়ীতে বৌরানী বিউটি পার্লারে আসে। এ সময় সেখান থেকে রুমেল আহমদগংরা একটি সোনালী রংয়ের প্রাইভেটকার গাড়ীতে তুলে নিয়ে চৌমোহনার দিকে দ্রুত চলে যায়। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে- এ ঘঠনায় জুয়েল আহমদ ও রুয়েল আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।