আমতলীতে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
প্রকাশিত : ১১ জুন ২০২০
আমতলী (বরগুনা )প্রতিনিধি ।। বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে বুধবার (১০ জুন) দুপুরে প্রিন্স মৃধা ও আঃ রাজ্জাক মোল্লা নামের দুই কৃষকের ৩টি গরু বজ্রপাতে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গাজীপুর গ্রামের কৃষক প্রিন্স মৃধার দুটি ও আঃ রাজ্জাক মোল্লার একটি গরু বিলে ঘাস খাওয়ানের জন্য বাঁধা ছিল। এ সময় আকস্মিক বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই ৩টি গরু মারা যায়। বজ্রপাতে মারা যাওয়া গরুগুলোর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে।
গরুর মালিক প্রিন্স মৃধা বলেন, বিলে আমার দুটি গরু ঘাস খেতে ছিল। হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে আমার দুটি গরু মারা যায়। এতে আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।