সশস্ত্রবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থার আরও দুই হাজার কোটি টাকা বাড়ল সামরিক ব্যয়
প্রকাশিত : ১১ জুন ২০২০
সশস্ত্রবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ২০২০-২১ প্রস্তাবিত অর্থবছরে এ খাতে ৩৪ হাজার ৪২৭ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাংলাদেশের ৪৯তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রতিরক্ষা খাতে বিগত ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৩২ হাজার ৬৫০ কোটি টাকা। বিগত অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।
করোনায় বিপর্যস্ত দেশের মানুষ ও অর্থনীতির জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে পরিচালনা ব্যয় ধরা হয়েছে তিন লাখ ৪৮ হাজার ১৮০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই লাখ ১৫ হাজার ৪৩ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রস্তাব করা হয়েছে দুই লাখ পাঁচ হাজার ১৪৫ কোটি টাকা।