লেবাননে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যুদ্ধার অকাল মৃত্যু

প্রকাশিত : ১১ জুন ২০২০

লেবাননে ব্রেইন স্ট্রোক করে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জাকির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশী আজ সকাল ৬টায় মারা গেছেন। তার দেশের বাড়ি ঢাকা, নরসিংদী, কুড়িতলা গ্রামের সুলতান মিয়ার ছেলে। জানা যায় গত শনিবার ৬ জুন জাকির হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মীরা তাকে স্হানীয় সৈফাতের কামাল জুমলাত হাসপাতালে  অচেতন অবস্থায় ভর্তি করা হয়। পরীক্ষা নিরিক্ষার পরে চিকিৎসক জানাযন, তিনি ব্রেইন স্ট্রোক করেছেন। তাকে গভীর পর্যবেক্ষনে রাখার পরও ধীরে ধীরে তার অবনতি ঘটতে থাকে। গত চারদিন  অচেতন অবস্থায় থেকে আজ সকাল ৬টায়  চিকিৎসাধীন  অবস্থায়  তার মৃত্যু  হয়।

জাকির হোসেন প্রায় ছয় বছর আগে জীবন জীবিকার তাগিদে লেবানন এসেছিলেন। তিনি বৈধ অবস্থায় একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কর্মরত  ছিলেন। গত বছর দেশে ছুটিতে গিয়ে আবার লেবানন ফিরেন। তার লাশ হাসপাতালের  হিমঘরে রাখা রয়েছে। দেশে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। জাকির হোসেন  অকাল মৃত্যুতে তার সহকর্মী ও স্বজনসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার  লাশ দ্রুত দেশে পাঠাতে দূতাবাসের প্রতি অনুরোধ করেন তার সহকর্মীসহ  ও পরিবারের সদস্যরা।

 

 

আপনার মতামত লিখুন :