গৌরনদীতে যৌণ হয়রানির মামলায় বখাটে গ্রেফতার
প্রকাশিত : ১১ জুন ২০২০
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের গৌরনদীতে কলেজ ছাত্রী ও গৃহবধূসহ তিনজনকে যৌণ হয়রানির অভিযোগে থানায় মামলা দায়েরের পরে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে আজ বুধবার বিকেলে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার মৎস্য খামারে এক কলেজ ছাত্রী ও গৃহবধূসহ তিনজনে মঙ্গলবার বিকেলে ঘুরতে যায়। ওই সময় কলেজ ছাত্রীসহ তাদের তিনজনকে যৌণ হয়রানি করে উত্তর পালরদী গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে আরিফুল মিয়াসহ তার বন্ধুরা।
এঘটনায় আজ বুধবার সকালে যৌণ হয়রানির শিকার কলেজ ছাত্রী বাদী হয়ে থানায় যৌণ হয়রানির মামলা দায়ের করেন, যার নং- ৭ (১০-৬-২০২০)। ওই মামলায় বখাটে আরিফুল মিয়াকে এসআই আব্দুল হক বুধবার সকালে গ্রেফতার করেন। আজ বিকেলে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।