শৈলকুপায় নতুন করে করোনায় আক্রান্ত ১, মোট আক্রান্ত ১৬
প্রকাশিত : ১০ জুন ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ৩০ বছরের আরো এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। নতুন শনাক্ত হওয়া করোনা রোগীর বাড়ি উপজেলার ফুলহরি ইউনিয়নের ফুলহরি গ্রামে। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার (১০ জুন) কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট ৪২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫ টি পজেটিভ এসেছে।
জেলায় মোট আক্রান্তের ৬৯ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, শৈলকুপার ফুলহরি গ্রামে নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি একজন চাকুরিজীবি। যার বয়স ৩০। সে ময়মনসিংহ হতে এসেছেন। উল্লেখ্য, ঝিনাইদহ জেলাকে দেশের একমাত্র লকডাউন মুক্ত জেলা হিসেবে ‘গ্রিন জোন’ ঘোষণা করা হয়েছে।
ঘোষণার তিন’দিনেই ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন, এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪১ জন। আর জেলার এ শৈলকুপা উপজেলায় ১৫০ জনের উপরে মোট নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৬ জন, সুস্থ্য হয়েছেন ১৩ জন।