ট্রাক্টর দিয়ে মাটি টানার ফলে পিচের রাস্তাটি এখন পরিণত হয়েছে কাদায়!

প্রকাশিত : ১০ জুন ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: এলজিইডির অর্থায়নে সুন্দর একটি রাস্তা দেখে বোঝার উপায় নেই রাস্তাটি পাকা। কাদা পানিতে একাকার। অহরহ ঘটছে দুর্ঘটনা। ট্রাক্টর দিয়ে মাটি টানার ফলে পিচের রাস্তা পরিণত হয়েছে কাদায়। ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বামনাইল গ্রামে এমন একটি রাস্তার সন্ধান মিলেছে। চ

টকাবাড়িয়া গ্রামের মাটি বিক্রেতা জনৈক জাহিদ ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করছে। মাটি নিয়ে পাকা রাস্তায় ওঠার সময় সাইট ভেঙ্গে যাচ্ছে। অথচ কেও প্রতিবাদ করছে না। দীর্ঘদিন ধরেই জাহিদ এই অবৈধ মাটি বিক্রির সাথে জড়িত। গ্রামবাসির ভাষ্যমতে মাটি টানার ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় চলাচল করা ঝুকিপুর্ন হয়ে উঠেছে।

অহরহ দুর্ঘটনায় মানুষ পঙ্গুত্ব বরণ করলেও কারো কোন মাথা ব্যাথা নেই। এ ব্যাপারে ফুরসিন্দ ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তারা হাত গুটিয়ে বসে আছেন। এলাকাবাসি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে ভ্রাম্যমান আদালত বসিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :