কলাপাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৩ফেব্রুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো.আবু জাফর খোকন গাজী (৩৫) ও মো.রুবেল প্যাদা (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার রাত ১১ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এস.আই মো.গোলাম মোস্তফা বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। সোমবার এদের আদালতে সোপর্দ করা হয়েছে হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।