ফেনীর সোনাগাজীতে ডাকাত দলের ‘গোলাগুলিতে’ নিহত ১
প্রকাশিত : ১০ জুন ২০২০
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে ডাকাত দলের দু-পক্ষের গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবী পুলিশের। বুধবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার ওসি শাজেদুল ইসলাম পলাশ জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দেশিয় তৈরি ১টি এলজি, ৪ রাউন্ড তাজা গুলি, ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।