রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত : ৯ জুন ২০২০
এম.রফিকুল্লাহ রিপন, নারায়ণগঞ্জ: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। সোমবার দুপুরে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকদলের ধর্মবিষয়ক সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সোহেল মিয়া, মোমেন মিয়া, ইলিয়াছ, লিটন সরকার, খোকন, তারাব পৌর স্বেচ্ছাসেবকদল নেতা আলতাফ হোসেন, রায়হান মীর, কাউসার, ইয়ামিন, আবুল সাউদ হাজী, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবকদল নেতা বাবুল মিয়া, স্বপন মিয়া, জাহাঙ্গীর, রোবেল, সজিব, ইদ্রিস আলী, মাসুম, মামুন, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা খোরশেদ আলম, নাঈম ভুঁইয়া, নুরুল হক, কামাল, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা শাহিন, ইকবাল, ভোলাব ইউনিয়নের শাহ আলম, জাহাঙ্গীর, কামাল, ভুলতা ইউনিয়নের জাহিদুল, সেলিম, ইকবাল, সাইদুল, ইসমাইল, ডালিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রবক্তা। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বাংলার মানুষ আজীবন স্মরণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে বিএনপিসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এদিকে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাইদুল ইসলামের নেতৃত্বে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। গাউছিয়া মার্কেট এলাকায় স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর ৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে দোয়ার আয়োজন করেন। এ সময় জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা ও মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন দলের নেতাকর্মীরা।