কলাপাড়ায় মাস্ক না পড়ার নয় পথচারীকে অর্থদন্ড
প্রকাশিত : ৯ জুন ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক না পড়ার অপরাধে নয় পথচারীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার বালিয়াতলী বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল ওইসব পথচারীকে এ দন্ডাদেশ দেন।
কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, নয় জনকে ২৬০০ টাকা জরিমানা করা হয়েছে। মানুষের সচেতনতা বৃদ্ধিতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।