দীর্ঘ দিনের দাবি শিবতলা টু হাসপাতাল রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশিত : ৭ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বহুল প্রত্যাশিত শিবতলা টু হাসপাতাল রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৭ জুন রোববার সকাল ১০ টার দিকে এ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ।
শিবতলার বেলতলা মসজিদ সংলগ্ন স্থানে উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র ও ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. সাইদুর রহমান, পৌরসভার নিবাহী প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, মহিলা প্যানেল মেয়র মোসলেমা বেগম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তসিকুল ইসলাম, মো. এসরাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাগেছে, তৃতীয় পর্যায়ে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতীকরণ প্রকল্প ইউজিপি এর অধীনে এ কাজ সম্পন্ন হবে। ৯৬ লাখ ৭ হাজার ৯০০ টাকা বাজেট ধরা হয়েছে। তৃতীয় ফ্রেজের প্রকল্পে পৌরসভার সর্বমোট ১১.৩০ কোটি টাকার কাজ সম্পন্ন হবে।-কপোত নবী।