বাগেরহাটে সেনাবাহিনী ও প্রশাসনের স্বাস্থ্যবিধি রক্ষায় অভিযান
প্রকাশিত : ৬ জুন ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সোনাবাহিনীর একটি দল বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন।
শনিবার দুপুরে ফকিরহাট সদর বাজার, কাটাখালী বাসস্ট্যান্ড মোড় ও বেতাগা বাজার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাস্ক না পরা, গণপরিবহনে স্বাস্থ্য বিধি না মানা ও সামাজিক দুরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকজন পথচারী ও গণপরিবহন চালককে জরিমানা প্রদান করা হয়।আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৩আরই ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন মেহেদী হাসান ও সেনাবাহিনীর একটি দল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। এদিন মোট ১৫টি মামলা দায়ের এবং তাদের কাছ থেকে নগদ ৫হাজার ৭শতটাকা জরিমানা আদায় করা হয়।