হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় করোনায় ১২ জন সুস্ত: নতুন করোনা আক্রান্ত আর নেই

প্রকাশিত : ৬ জুন ২০২০

ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার করোনা ভাইরাস রোগে ১২ জন করোনা রুগী সুস্থ, নতুন আর রোগী নেই। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলায় করোনা আক্রান্ত রোগী ছিলেন মোট ১২জন। এরমধ্যে হোম আইসোলেশনে ছিলেন ৭জন এবং হাসপাতাল আইসোলেশনে ছিলেন ৫জন। পর্যায়ক্রমে সবাই সুস্থ’ হয়ে এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। বানিয়াচং উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত করা হয়েছিল ২০এপ্রিল। ঐ দিন ৩জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছিল। পর্যায়ক্রমে অন্যান্যদেরকে করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত করা হয়েছিল।
সর্বশেষ করোনা সনাক্ত হওয়া রোগীকে ৫জুন শুক্রবার রাতে করোনা মুক্ত ঘোষনা করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হাদী মোঃ শাহপরান বলেন, বানিয়াচং উপজেলায় মোট ১২জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। হাসপতালের আইসোলেশন থেকে সবাই সুস্থ হওয়ার কারনে হাসপাল থেকে তারা সকলেই নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। তিনি বানিয়াচং উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরুধ জানিয়েছেন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন।

 

 

আপনার মতামত লিখুন :