ভোলায় একশত পিস ইয়াবা নারী মাদক বিক্রেতা আটক
প্রকাশিত : ৬ জুন ২০২০
ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে একশত পিস ইয়াবাসহ মোসাঃ হাবিবা (৪৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে
আটক করেছে পুলিশ। শনিবার(৬ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সেকান্তরের পুকুর পার এলাকা থেকে আটক করা হয়। আটককৃত মোসাঃ হাবিবা ভোলা সদর থানাধীন উত্তর দিঘলদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এলাকার মো. ফারুখের স্ত্রী।
দৌলতখান থানার ওসি বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার উপ-পরির্দশক(এসআই) মো. জাহিদুল ইসলাম, মো. মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সেকান্তরের পুকুর পার এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ হাবিবা নামের এক নারীকে একশত পিস ই্য়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।