হাতির পর ভারতে এবার একই কাণ্ড ঘটলো গরুর সঙ্গেও!
প্রকাশিত : ৬ জুন ২০২০
বিস্ফোরণে গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় গর্জে উঠেছে পুরো ভারত। এবার এই ঘটনা ঘটল একটি গরুর সঙ্গেও। ঘটনাস্থল ভারতের হিমাচল প্রদেশ। গরুটি যে গমের পাতায় মুখ দিয়েছিল সেখানে বাজি লুকোনো ছিল বলে অভিযোগ। বিস্ফোরণে গরুটির চোয়াল উড়ে গেছে। গরুটি গর্ভবতী ছিল। গোটা ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ২৬ মে ঘটনাটি ঘটে। প্রসঙ্গত কেরালার হাতিটি মারা গিয়েছিল এর পরদিন। কিন্তু ঠিক কী হয়েছিল হিমাচলে? জানা যায়, বিলাসরপুর জেলার জনদত্ত অঞ্চলের একটি ক্ষেতে গরুটি ঢুকে পড়েছিল। শস্যের ক্ষতি হতে পারে তা অনুমান করে আগেভাগেই গম ক্ষেতে ছোট ছোট অজস্র বোমা ছড়িয়ে রেখেছিল দুস্কৃতীরা। ভিডিওটিতে দেখা যায়, গরুটির মুখ থেকে অনগর্ল রক্ত ঝরছে।
ঘটনার কড়া নিন্দা করে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। গরুটির মালিক গুরুদয়াল সিংহের অভিযোগ, তার প্রতিবেশী নন্দলাল এই ঘটনার সঙ্গে জড়িত। নন্দলাল ঘটনার পর থেকেই পলাতক। হিমাচল প্রদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।