নবীগঞ্জের লন্ডন প্রবাসী সমাজ সেবক আমিন ইসলাম নজরুল কর্তৃক হত দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ
প্রকাশিত : ৬ জুন ২০২০
ফরিদ আহমদ শিকদার ( হবিগঞ্জ ) থেকে।। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা( কুড়ের পাড়)গ্রামের লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আমিন ইসলাম নজরুল ৬।৬।২০২০ ইং তারিখে করোনা ভাইরাসের ক্লান্তিকালে এলাকার হতদরিদ্রেরর মধ্যে নিজ অর্থায়নে ২নং ও ৩নং ইউনিয়নের ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ – বাহুবলের মাননীয় সংসদ সদস্য শাহ নেওয়াজ দেওয়ান মিলাদ গাজী।
৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,২নং ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি আক্তার হোসেন ছোবা,উপজেলা যুবলীগ নেতা মাক্কু,৩নং ইউনিয়নের যুবলীগ নেতা আশাহিদ আলী আশা, এনটিভি প্রতিনিধি মুুুহিবুুুর রহমান তছনু। প্রধান অতিথি বক্তব্যে বলেন এই করোনা ক্লান্তিলগ্নে সরকার হত দরিদ্রদের জন্য প্রাণপন কাজ করে যাচ্ছে। নজরুলের মত আর যেন সমাজপ্রতিরা এগিয়ে আসেন,সমাজ সেবক নজরুল বলেন আজ আমি ২০০ জনকে সহযোগীতা করেছি আগামিতে আরও সহযোগীতা করার চেস্টা করব ইনশা আল্লাহ।