রাজাপুরে প্রাইভেট পড়ানোর দায়ে স্কুল শিক্ষকের ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ৬ জুন ২০২০
রহিম রেজা, ঝালকাঠি থেকে: ঝালকাঠরি রাজাপুরে করোনা পরিস্থিতির মধ্যে প্রাইভেট পড়ানোর দায়ে রাজাপুর পাইলট সরকার বালিকা উচ্চ বিদ্যালযের সিনিয়র বিএসসি শিক্ষক মিন্টু বাবুকে (৫০) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, শনিবার সকালে উপজলোর টিএন্ডটি সড়কের নিজ বাসায় সরকারি নিদের্শনা অমান্য করে প্রাইভটে পড়ানোর সময় পুলিশ নিয়ে অভিযান চালায় ইউএনও সোহাগ হাওলাদার। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।