এবার হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক করোনয় আক্রান্ত

প্রকাশিত : ৬ জুন ২০২০

ফরিদ আহমদ শিকদার, নবীগঞ্জ:  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক। উপজেলায় করোনায় আক্রান্ত প্রথম শিক্ষক তিনি। শুক্রবার (০৫জুন) রাত ১০ টায় তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করোনা রোগীরা হলেন নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা রুদ্র গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দে রিপন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, আক্রান্ত শিক্ষককে তার বাসায় আইসোলেশনে রেখেই চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

 

আপনার মতামত লিখুন :